Breaking News

সৌদি বিজ্ঞপ্তি:-যারা সৌদিতে আছেন বা দেশে এবং নতুন ভিসার ওকালা নিয়ে গরম সংবাদ।

সৌদি বিজ্ঞপ্তি:-যারা সৌদিতে আছেন বা দেশে এবং নতুন ভিসার ওকালা নিয়ে গরম সংবাদ।সৌদি বিজ্ঞপ্তি:-যারা সৌদিতে আছেন বা দেশে এবং নতুন ভিসার ওকালা নিয়ে গরম সংবাদ।

আজকের এবারের খবরের আলোচনায় থাকছে সৌদি বিজ্ঞপ্তি:-যারা সৌদিতে আছেন বা দেশে এবং নতুন ভিসার ওকালা নিয়ে গরম সংবাদ।নিয়ে বিস্তারিত। এটি একটি ভিডিও নিউজ তাই পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলোসব নিউজ সবার আগে পেতে আমাদের পেইজের সাথেই থাকুন। ধন্যবাদ।

বিস্তারিত জানুন নিচের ভিডিওতে
নিউজটি ভিডিও আকারে দেখতে এখানে ক্লিক করুন

আরো পড়ুন;সৌদি সরকার অনুমোদিত কোয়ারাইন্টাইনের হোটেল তালিকা
সৌদি সরকার অনুমদিত কোয়ারাইন্টাইনের হোটেলের তালিকা প্রকাশিত হয়েছে সৌদি সরকারী ওয়েবসাইটে। রাজধানী রিয়াদসহ সকল অঞ্চলেই রয়েছে সরকার অনুমদিত বহু হোটেল ও আবাসিক এপার্টমেন্ট যেখানে সৌদি আরবে আগত প্রবাসীগণ বাধ্যতামূলক কোয়ারাইন্টাইন করতে পারবেন।

সৌদিতে ঢুকতে হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার ! ভ্যাকসিন গ্রহণ করেন নাই এরকম সকল যাত্রীদের সৌদি আরবে প্রবেশের প্রাক্কালে প্রাতিষ্ঠানিক বাধ্যতামূলক কোয়ারাইন্টাইনে যেতে হবে।এ সকল হোটেল ও এপার্টমেন্টের একটি তালিকা প্রকাশিত হয়েছে সৌদি সরকারী ওয়েবসাইটে।সৌদি সরকার রাজধানী রিয়াদসহ প্রায় সকল অঞ্চলেই বহু সৌদি হোটেল ও এপার্টমেন্ট অনুমোদন দিয়েছেন আনুষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য।
আগামী ২০ মে থেকে সমগ্র পৃথিবী থেকে আগত ভ্যাকসিন গ্রহণ করেন নাই, এবং ইমিউন না এরকম যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে যেতে হবে।

তাদেরকে সৌদি আরবে প্রবেশের সময়েই একবার আরটি পিসিআর কোভিড-১৯ টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং কোয়ারাইন্টাইনের ৭ম দিনে তাদের দ্বিতীয় টেস্ট করা হবে।তবে নিম্নলিখিত যাত্রীরা এর আওতার বাহিরে থাকবেন-

১/ সকল সৌদি নাগরিক, নাগরিকের পত্নী, নাগরিকের পুত্র ও কন্যা এবং তাদের যে কোনও কর্মচারী/গৃহকর্মী।২/ যে সকল যাত্রী ভ্যাকসিন ডোজ নিয়েছেন। এবং তাওয়াক্কালনাতে ইমিউন আছেন।৩/ সরকারী প্রতিনিধি দল৪/ যারা কূটনৈতিক ভিসা রাখেন, কূটনীতিক এবং তাদের পরিবার।৫/ এয়ারলাইন

ক্রু এবং নাবিক৬/ সমস্ত স্থল বন্দর হতে সকল চালক এবং তাদের সহকারীরা।৭/ সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ে কর্মরত আছেন যারা ।এছাড়া সকলকেই করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে।

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

About admin

Check Also

২০০৪ এর পর যারা সৌদি এসেছেন তাদের জন্য সুসংবাদ- যাদের BMET কার্ড বানানো লাগবেনা।

২০০৪ এর পর যারা প্রবাসে এসেছেন তাদের জন্য সুসংবাদ- যাদের BMET কার্ড বানানো লাগবেনা।২০০৪ এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *